চেয়ে আছি আকাশের পানে
জানালার দুটি রড ধরে
বিজুলির কশা মেঘ হানে
টুপটাপ বারি পড়ে ঝরে ।


নীড়ে বসে ছানাগুলো চেয়ে
মা কখন আসবে যে ফিরে
পোকা দিলে গিলে নেবে খেয়ে
ডানা দিয়ে রাখবে মা ঘিরে।


দাঁড় বেয়ে ভেসে যায় তরি
মাঝিভাই ধরে আছে হাল
ভাটিয়ালি গানের লহরি
কেটে যায় আমার বিকাল।


কফি হাতে আসে চিরসাথি
পাশাপাশি বসি দুইজনে
জ্বলে ওঠে নিগমের বাতি
কত কথা ভিড় করে মনে।