আমাদের জামরুল গাছে
ঝুলে আছে থোকা থোকা ফল
টুসটুসে, রসে ভরপুর
লেজঝোলা তোলে মিঠে সুর;
আধখাওয়া ফল পড়ে ভুঁইয়ে
নষ্ট করে, সত্যি কিনা বল!
বেছে বেছে খাই দুটো ধুয়ে
আয় বোন ঘরে যাই চল।


পিসি বলে কোথা ছিলি তোরা
ডেকে ডেকে পাইনে তো সাড়া
বেলা হলো থাকবে না জল
স্নান সার খুলে ট্যাপকল;
চটপট কাছে চলে আয়
আগে চুলে তেল দিই দাঁড়া
চোখে লাগে, জল ঝরে যায়
ধরা ছিল হাত, পাই ছাড়া।


ভাত খেয়ে শুই মা’র কাছে
আমাদের চোখে নিদ নাই
যেই মা’র নাক ডাকা শুরু
কেটে পড়ি বুক দুরুদুরু;
খুঁজি গিয়ে আর পাই কিনা
আছে পড়ে, ভাইবোনে খাই  
ভারী মজা তাক ধিন ধিনা
চুপি চুপি ঘরে ফিরে যাই।


রোজ কত পাখি আসে যায়
বুলবুল, বউ-কথা-কও
নিমেষেই কোথা যায় উড়ে
বিষণ্ণতা জাগে মন জুড়ে
ফের আসে দোল খায় ডালে
বলি, ‘তোমরা তো পর নও
ভয় কেন, পড়বে না জালে
ক্ষণকাল স্থির হয়ে রও।’


প্রকৃতিতে কতকিছু ঘটে
নদী ছোটে সাগরের পানে
যত বাধা ভেঙে চুরমার
ওর কাছে সকলের হার;
পাখিরাও নয় পরাধীন
ডানা মেলে আকাশের পানে,
কীভাবে যে কেটে যায় দিন
আমাদের বাধা সবখানে।