নিভিল নিশীথে দীপ চোখের আড়ালে
নিকটে উত্তরসূরি একান্ত আপন
বোধের আকাল এত, ঘটিল এমন!
অন্ধকারে নির্বিকার কার মায়াজালে।
দেখালে মলিন মুখ রজনি পোহালে
ভেবেও মেলে না কূল এ কী অঘটন!
যদিও সবাই জানি নশ্বর জীবন
এমনি কী লেখা থাকে সবার কপালে!


অপূর্ণ থেকেই গেল কুহকিনী আশা
স্তব্ধ আজি খেলাঘর বড় ব্যথা প্রাণে
যেথায় সর্বদা মেলে শ্রদ্ধা ভালোবাসা
ভরে ওঠে গৃহকোণ কবিতা ও গানে।
সদা হাস্যময় মুখ আঁকা স্মৃতিপটে
স্বর্গরাজ্যে আছ বসে মন্দাকিনী তটে।


(অগ্রজপ্রতিম বিশিষ্ট সাহিত্যিক
মুকুন্দ মুরারি মণ্ডল –এর উদ্দেশে
আমার শ্রদ্ধার্ঘ্য)
(প্রয়াণ – ০৫ জুন ২০১৭)