কী খেলা খেলিছে রবি মেঘের আড়ালে
রৌদ্র ছায়া লুকোচুরি এটা ইচ্ছা তাঁর
কখনো অঝোরে বৃষ্টি বিরতি আবার
অন্ধকার ছেয়ে আসে বিকেল ফুরালে।
বৃষ্টিভেজা বনফুল গন্ধসুধা ধালে।
শশীর স্তিমিত আলো মায়ামমতার
ভেসে আসে কোথা হতে নূপুর ঝংকার
জোনাকি পিদিম জ্বালে ঘাসে ডালে ডালে।


অনুপম পরিবেশ তটিনীর তীরে
আমাকে নিয়েই ছাড়ে সন্ধ্যাবেলা খেয়া
জানি না পাব কি দেখা নদীর ওপারে?
চারিদিক জনশূন্য সঘন তিমিরে
পাশেই ছাতিম গাছ নদীপাড়ে কেয়া
ঝরে পড়ে বনফুল কোথা খুঁজি তারে।