অলক্ষ্যে থেকেও নিত্য  কারিকুরি কার
প্রাঞ্জল মূকাভিনয়ে বিমুগ্ধ দর্শক
ঘটনার ঘনঘটা পশ্চাতে ক্রীড়ক
কত কী যে ঘটে রোজ কে করে বিচার!
অঙ্গুলিহেলনে কর্ম এ মহিমা তাঁর
সর্বশক্তিমান তিনি বাকি ক্রীড়নক
যা কিছু প্রত্যহ করি দাবিদার হক
পৃথিবীর কেউ নয়, গর্জন অসার।


সত্যতা যাচাই করা সোজা কাজ নয়
ভ্রান্তি কবলিত হয়ে কোথায় হারাই
আলোর দিশারি তিনি অকারণ ভয়
সকলের রক্ষাকর্তা ভেবে স্বস্তি পাই।
তিনিই করিয়ে নেন যতকিছু কাজ
বিশ্বাসেই কার্যসিদ্ধি তিনি অধিরাজ।