আলাপ লীনার সাথে দেব-আঙিনায়
আবার সপ্তাহ পরে শতরূপা মলে
জন্মদিনে উপহার হাতে দিয়ে বলে
‘আমার রয়েছে কাজ’ হেসে চলে যায়।
দেখা হল ফের আজ গোধূলিবেলায়
হরিদ্বারে আচম্বিতে দীপশিখা জ্বলে
পড়েছে স্বর্ণালি আভা ও মুখমণ্ডলে
চকিতে প্রমিলা কণ্ঠ ‘চেনেন আমায়’


ও মুখ যায় না ভোলা আঁকা স্মৃতিপটে
অদূরে দাঁড়িয়েছিল প্রিয়তম আর
ষোড়শী রূপসি কন্যা শুচিস্মিতা নাম।
মুহূর্তে চিনেছি আমি, গঙ্গা সন্নিকটে
বহে গেছে কত জল গন্তব্যে তাহার
রজনি তমসাচ্ছন্ন আসেনি বিহান।