চোখে তাঁর অথই সাগর
তরঙ্গ তাঁর অন্তরে
যেন মৃগনাভির আতর
প্রপাতের মতো পড়ে ঝরে।


বিস্ময়ে শুধু চেয়ে থাকা
এ যেন দাভিঞ্চির ছবি
ক্যানভাসে মোনালিসা আঁকা
মেলে ধরে কবিতায় কবি।


ঢেউ ভাঙে সাগর-পুলিনে
পড়ে রয় ঝিনুকের রাশি
তুলে রাখি মনের গহিনে
মুকুতাকে বড় ভালোবাসি।


ফেনিল সাগরে চলে স্নান
চিকচিক বালুকার কণা
ভেসে আসে সাগরের গান
হয়ে যাই আমি আনমনা।