বিচার না করে অলি ফুলের কী জাত
সবারে আপন ভেবে করে সমাদর
বনফুল-জুঁই-চাঁপা কেহ নহে পর
আমরা ধরি না কেন সকলের হাত।
অনাদরে ঠেলি দূরে বাছি কোন জাত
সম্ভারে প্রকৃতি ভরা অনন্ত আকর
সহজে সাজাতে পারি মননের চর
অরুণিত হবে দিন উদ্ভাসিত রাত।


অদৃশ্য সহস্র চোখে দেখিছেন তিনি
ফাঁকি দেওয়া অসম্ভব পর্দার আড়ালে
আপন বিবেক বলে এটা নয় ঠিক।
অস্পৃশ্যতা দূর হলে বাজিবে শিঞ্জিনী
স্নান সেরে দিনমণি উদিবে সকালে
ছড়াবে খুশির বার্তা কুহু রবে পিক।