বৃষ্টিধারায় ভরল পুকুর
ভাল্লাগে না খোকাখুকুর
সামনে মাঠও টইটম্বুর
খেলবে কোথায় আর!
তাইতো ভাসায় নৌকা গড়ে
যাচ্ছে ভেসে জলের তোড়ে
খেলনাপাতি এমনি পড়ে
ছড়িয়ে একাকার।


জলের তলায় মাঠের ফসল
কতদিনে সরবে এ জল!
এক্কেবারে জীবন অচল
ভাবনা নিরন্তর,
এর সুরাহা করবে কারা ?
দেশটা এখন চালায় যারা
আয়েস করে ঘুমায় তারা
মানুষ এখন পর।


ভাবছে বসে কৃষক শ্রমিক
কাজের খোঁজে এদিক-ওদিক
মাঝে মাঝে মেঘের ঝিলিক
কেই বা দেবে কাজ,
কর্ম যদি না পায় তবে
অনাহারে মরতে হবে
অভুক্ত আর ক’দিন রবে
ভাত চড়েনি আজ।