আর কতদিন বলো র’ব প্রতীক্ষায়
কখন সময় হবে দেবে এসে দেখা
জীবনের শেষ প্রান্তে একেবারে একা
মন্দিরে বিগ্রহ দেখি পুস্পাঞ্জলি পা'য়।
মসজিদে খোদাতালা জিশু তো গীর্জায়
কর্মময় এ জগতে নিরন্তর শেখা
জরাজীর্ণ কলেবর শত বলিরেখা।
অগতির গতি করো জানাই তোমায়।


কোথায় বিরাজ তুমি জানে না তা কেউ
অনন্ত জলধিবুকে মিশে যায় ঢেউ ।
কেবা বলে দেবে আজ কীভাবে যে পাবো
পাই বা না পাই আমি তবু খুঁজে যাবো।
কৃপা ক’রে অভাজনে দেখা দিয়ো শেষে
বিদায়ের ক্ষণে যেন যেতে পারি হেসে।