বাঙলা হিন্দি দুই ভাষাতেই
গানের চর্চা করি
একই লয়ে খেয়াল ঠুংরী
চলছি বেয়ে তরি।

যত্ন করে শেখান গুরু
রেওয়াজ করে যাই
দেশ-বিদেশে কত সুনাম
শুনেও তৃপ্তি পাই।

অনুষ্ঠানে সঙ্গী হলে
সুরটা রাখি ধরে
তারিফ করে শ্রোতারা সব
হর্ষ প্রকাশ করে।

তৃপ্তিসুখে হৃদয় ভরে
দেখি আশার আলো
মুছাতে চাই সবার থেকে
জমাট-বাঁধা কালো।

সবার আশিস ভালোবাসা
পড়ুক শিরে ঝরে
সোপান বেয়ে উঠব চূড়ে
ওকেই সাথি করে।