বসন্ত এসেছে ওরে বিহুর লগন
প্রকৃতি মেলেছে একী রূপের সম্ভার!
মালতী চামেলি যূথী যেন মণিহার
ঘরেতে পড়ে না মন জাগে শিহরণ।
কোমর দুলিয়ে নাচে উচ্ছল যৌবন
কবরীতে গোঁজা ফুল, ম্লান সবিতার
সাতরঙা রামধনু, হাসি মেখলার
বিটপীর ছায়াঘন পুষ্পিত কানন।


এমন মধুর ক্ষণ বিফলে না যায়
অবশ আমার মন, পড়ে যায় কাঠি,
বারেবারে তাল কাটে, বিজুরি চমক।
রূপসি আমার পানে অপলকে চায়
‘অবন, হলো কী তোর! করে দিলি মাটি’
নীরবে হজম করি ধনির ধমক।