ভ্রমণপিয়াসি মন উধাও কোথায়
দুর্গম পাহাড়ি-পথে অজানার টানে
শাল মহুয়ার বনে ধামসা মাদল
রাঙামাটি সোনাঝুরি আদিবাসী নাচ।
পরিযায়ী পক্ষী জলে সময় কাটায়
বিচিত্র লহরি ওঠে কেবা বোঝে মানে?
মোহনায় উচ্ছলিত নর্তকীর মল
নীলিমায় মিশে যায় ছাড়ে না সে কাছ।


গভীর রহস্যময় আফ্রিকা হাভানা
অপলকে ছোটে মন বাধা দেবে কেবা
তারে, নয় কারো বশ, সৌন্দর্যের খোঁজে।
আঁকা হয় চিত্রপটে বাঘিনীর ছানা
মাতৃদুগ্ধ পানে রত, জননীর সেবা
সুন্দরের আঙিনায় রয় মন ম’জে।