ঘনায় আষাঢ়সন্ধ্যা জ্বাল দীপখানি
বিজন ঘরের কোণে ঘন কালো ছায়া
আমার উদাস দৃষ্টি, কী তোমার বাণী
করে না প্রবেশ কর্ণে, জাগে না কি মায়া?
কেমনে তোমায় ডাকি হতবাক আমি
কম্পিত হৃদয়ে বসে তব প্রতীক্ষায়
অব্যক্ত বেদনা তুমি জান অন্তর্যামী
প্রসারিত কর হস্ত আমি অসহায়।


ভেজা যূথীকার বাস সে কাহার দান
ভেসে আসে ক্ষণে ক্ষণে বাতায়ন দিয়ে;
তোমারি, তোমারি সে তো জুড়ায় পরান
খেলিছ কেন এ খেলা আমাকেই নিয়ে।
তুমি না জ্বালালে দীপ কেবা দেবে জ্বেলে
তোমার করুণা ধারা দিয়ো প্রভু ঢেলে।