কে তুমি ভাঙালে ঘুম একতারা হাতে
নিস্তব্ধতা গেল সরে, বাদল-বাউল –
এখনো জাগেনি ভোর, নিদ আঁখিপাতে
অসময়ে ডাক কেন, করোনি তো ভুল!
কী দেব তোমায় বল, কিছুই তো নাই
তোমার গীতিকা শুনে কাটে অবসাদ
আমিও তোমার সাথে ওই গান গাই
শেখাবে আমারে গীত, গুনিলে প্রমাদ!


কত যে মরমি সুর ঝরে পড়ে গানে
কখনো অঝোর বৃষ্টি, টাপুর-টুপুর
ঝিরিঝিরি বরিষন মাদকতা আনে
রুনুঝুনু বেজে যায় পায়ের নূপুর।
ভালোই করেছ তুমি জাগিয়ে আমায়
পুলকে ভরিয়ে দিলে কানায় কানায়।