আকাশের বুকে দেখি মেঘের পালক
এ কার তুলিতে আঁকা! দৃশ্য অনুপম
সহস্র মাণিক্য-দ্যুতি অপূর্ব প্যাংগং
শ্বেতশুভ্র গাঙচিল ওড়ে চক্রবক।
সম্মুখে উদিত সূর্য রৌদ্রের চমক
পশ্চাতে সোনালি শৃঙ্গ সৌভাগ্য পরম
রঙের খেলায় মাতে আঁখিতে শরম
শৈত্যনিরোধক গায়ে দেখি অপলক।


নীলাভ ছাতার তলে আঁচল বিছিয়ে
শয্যলগ্ন রূপবতী সূর্য-রঙে রাঙা
বিনিদ্র সতত সে যে প্রহরায় রত।
কখন কে ঢুকে পড়ে সীমানা পেরিয়ে
অদম্য সাহসী বীর সেনানীরা চাঙা
তবুও মায়ের মন চিন্তা তাঁর কত।