রজনি-সুগন্ধভরা দক্ষিণা পবন
ভাঙাল আমার ঘুম আজি এ প্রভাতে
জানালাটা খুলে দিয়ে, হুক নেই তাতে
দাঁড়াই ওখানে গিয়ে তক্ষুনি গর্জন।
বৃষ্টি শুরু ঝিরিঝিরি, নূপুর নিক্কন
এলোচুলে আগমন চা দু’কাপ হাতে
দু’জনে চমকি উঠি আঁধি আঁখিপাতে
পরক্ষণে চোখে চোখ সহাস্য বদন।


মন্দিরে প্রত্যাগমন আজি উল্টোরথ
তাই কী বরষা তুমি এত শোকাকুল
ব্যথিত মাসির মতো বিদায়বেলায়।
প্রভাতে ডাকিলে এসে সিক্ত হলো পথ
এভাবে আসা ও যাওয়া, ফোটে ঝরে ফুল
আনন্দ বিরহব্যথা সবারে দোলায়।