পিতার আদেশে গেল বনবাসে রাম
প্রজাগণ শোকাচ্ছন্ন কেন এ নিদান!
কেমনে কাটাবে কাল, দিয়েছে জবান
দোসর লক্ষ্মণ সীতা, ব্যর্থ মনস্কাম।
মুহ্যমান দশরথ, অযোধ্যার ধাম
নিজেরে দুষেণ রাজা, অন্তরের টান
ছিন্ন রবে দীর্ঘদিন, বিপন্ন সম্মান
মুহূর্তের ভুলে হলো এই পরিণাম।


কৈকেয়ীর ষড়যন্ত্রে ঘটেছে এসব
কুটিলা মন্থরা-মন্ত্রে এমন প্রমাদ
ভেঙে গেল নিজ ভুলে সোনার সংসার।
চাই তাঁর সিংহাসন পুত্রের বৈভব
জ্যেষ্ঠ তনয়ের সুখ করেনি আবাদ
বিন্দুমাত্র খেদ নাই এত দুরাচার!