কংসাবতী-সাথে আমি কত অন্তরঙ্গ
সারা কৈশোর যৌবনে আনন্দ অপার
গ্রীষ্মকালে ধু-ধু বালি শীর্ণ ধারা তাঁর
জৌলুস হারিয়ে গেছে হ’লো স্বপ্নভঙ্গ।
উদ্দামতা বর্ষাকালে কত রূপ রঙ্গ
বাঁচুক স্বমহিমায় এ দায়িত্ব কার?
প্রকৃতি সবার কাছে সৌন্দর্য-আধার
যথেচ্ছাচারের ফলে হচ্ছে হানি অঙ্গ।


জ্যোৎস্নারাতে নদী-বুকে লক্ষ তারা জ্বলে
নুড়ি রয় প্রতীক্ষায় কবে সে গড়াবে
সাঁকো দিয়ে পারাপার নৌকা নাহি চলে
ঠুং ঠাং মিঠে শব্দ হৃদয় ভরাবে ।
বিকেল হলেই আসি নদীর আহ্বানে
শিলার আত্মকথন ভেসে আসে কানে।