প্রাণের সুরভি ঢেলে দিয়েছ ভরায়ে
বিদায়ের বার্তা এলো সেদিন বিকেলে
কণ্ঠরুদ্ধ গুণমুগ্ধ কোথা চলে গেলে
উপস্থিত হবে তুমি ডালাটি সাজায়ে।
ভুলেই গিয়েছ বুঝি পাড়ি দিলে না-য়ে
চিরসুন্দরের ডাক আজি তুমি পেলে
চলেছ অমর্ত্যলোকে সব কাজ ফেলে
কপালে সিঁদুর-টিপ, জবা রাঙা-পা-য়ে।


তোমার বিরহে পাখি ভেবে সারা গাছে
সুরেলা মধুর কণ্ঠ ভুবনভোলানো
সদাহাস্যময় মুখ ভাসে স্মৃতিপটে।
পলাশ শিমুল ডাকে ‘সখি, আয় কাছে,
কানন আনন দেখ আবিরে রাঙানো ’
ভিড়িবে তোমার তরি স্বর্গগঙ্গা-তটে।