সেদিন বসন্তপ্রাতে নামি বোলপুরে
বহে গেছে কত জল কোপাই নদীতে
তুমি ছিলে প্রতীক্ষায় স্টেশনে বেঞ্চিতে।
কিছুক্ষণ দুজনায় কাছেপিঠে ঘুরে
পৌঁছি শান্তিনিকেতনে ভাসি মিঠে সুরে।
আনন্দে উদ্বেল সবে বৃন্দনৃত্যগীতে
তাকালে আমার পানে ফাগ ছুঁয়ে দিতে,
তেমনি বসন্ত আজ তুমি কত দূরে।

কেন যে এমন হলো ভাবি অবেলায়
সব কি হারিয়ে গেছে খুঁজি অনুক্ষণ
যদি আস দেখা হবে আগামী বসন্তে।
কপালে উজ্জ্বল টিপ খুশি উছলায়
সব পেয়ে পরিপূর্ণ তোমার ভুবন
ভেবেও অনন্ত সুখ আজি এ বসন্তে।