দিনের সোনালি আলো নিভে এলো প্রায়
তমসায় যাবে ধেকে এখন গোধূলি
শেষ রশ্মিছটাটুকু যাত্রাশেষে দান
বিষণ্ণতা ফেলে ছেয়ে কী হবে এবার!
ভবিতব্য অনিবার্য এড়ানো না  যায়
শত ছিদ্রে ভরা এই পরমার্থ ঝুলি
একথা কেবল বোঝে দিব্যচক্ষুষ্মান
খুলে গেল যাত্রাপথ অনন্তের দ্বার।


জীবের অন্তিম দশা সুস্থির শয়ন
চিরশান্তি চিরনিদ্রা নীরব প্রান্তর
বিদেহী অমর আত্মা শূন্যে ভাসমান।
প্রস্ফুটিত কোকনদ পেল শ্রীচরণ
অমল আলোয় ভরা মন্দাকিনী চর
জ্ঞানচক্ষু উন্মীলিত নৈসর্গিক টান।