একাকী সাগরে বনে কখনো পাহাড়ে
যখন যেখানে থাকি অন্তরে কবিতা
প্রেরণার স্রোতোধারা জোগায় সবিতা
ভেসে ওঠে কত ছবি জলধির পাড়ে।
কাঁকড়া ধরার জেদ শিশুদের বাড়ে
যখন মহুল-বনে আদিবাসি মিতা
মহুয়ায় বুঁদ হয়ে ভাবে নিজে সীতা
প্রেমাস্পদ হাসে পাশে বিজন বাদাড়ে।


দেবতা দিয়েছে ধরা আকুল আহ্বানে
নিষ্পাপ ওদের মন দূর্বাদলশ্যাম
অল্পে পরিতুষ্ট ওরা অরণ্যই ধন।
সোনালি আলোর ছটা কেদারে বিহানে
অপূর্ব! অপূর্ব দৃশ্য নয়নাভিরাম
প্রত্যুষে মন্দিরে ঘণ্টা কাঁপায় ভুবন।