অভিজাত আবরণে ঢাকে নিজ দেহ
দর্পনে দুচোখ রেখে দেখে সেই ছবি
সমীরণে ভাসমান ভাব কবি কবি
লুকোয় হিংস্রতাটুকু বুঝিবে না কেহ।
ঘুণাক্ষরে যাতে কেউ না করে সন্দেহ।
কথার ফুলকি ওড়ে হবে ভরাডুবি
ওটাতে সর্বদা ওরা সুদক্ষ খুবই
অন্তর কালিমালিপ্ত শূন্য মায়া স্নেহ।


পতঙ্গ ঝাঁপিয়ে পড়ে রূপের আগুনে
কী দশা যে হতে পারে টের নাহি পায়
জ্ঞানচক্ষু মোহে অন্ধ টান দুর্নিবার।
যা ঘটার তাই ঘটে কুরে খায় ঘুণে
বেরোবার পথ রুদ্ধ থাবা অতিকায়
বিফল সকল চেষ্টা শ্বাপদ–শিকার।