ত্যজিলে জন্মের পর ভাসাইলে জলে
বাঁচিবে কেমনে শিশু বিনা মাতৃস্তনে
কেন মা কীসের জন্য দ্বন্দ্ব ছিল মনে?
সদ্যোজাত সন্তানেরে ফেলে গেলে চলে।
শিশুরা নিরপরাধ সর্বজনে বলে
অসহ্য যন্ত্রণা বুকে সয়ে ক্ষণে ক্ষণে
সম্মুখীন আজ আমি কুরুক্ষেত্র রণে
সমগ্র কৌরবকুল ঝাঁপাবে সদলে।


নিজ পরিচয় দিতে এলে অবেলায়
কুন্তী,  জননী আমার! একী শুনি হায়!
করো না, দুর্বল মা গো, পাণ্ডবের জয়
সুনিশ্চিত, কিন্তু আজ আমি অসহায়,
দিগন্তে এখন সূর্য মেশে নীলিমায়
গোত্রহীন সূতপুত্র  থাক পরিচয়।