এ দিনের কথা কেউ ভুলে যেয়ো নাকো
সম্মান বাঁচাতে যারা দিয়ে গেল প্রাণ
হটেনি কেউই পিছু বাধা হলো ম্লান
পরিশেষে স্বাধীনতা স্মৃতি ধরে রাখো।
প্রণাম জানাতে এসো যে যেখানে থাকো
রজনি প্রভাত হলো চতুর্দিকে আলো
মনের কালিমা মুছে দীপমালা জ্বালো
শহিদবেদিতে আজ পুষ্পমালা রাখো।


জননী বিপদাপন্ন কে আছো কোথায়
থেকো না অলস হয়ে আগুয়ান হও
নিজেরে উদ্দীপ্ত করো অক্ষম তো নও
বিপণ্ণতা কাটাতে মা সহায়তা চায়।
বাঙালিরা কখনোই মানে না তো হার
বিজয়ী সেনানী–গলে দোলে মণিহার।