শুষ্ক শীতের শুভ্র কুয়াসায় ধোঁয়াসা দিন  
তপ্ত সুরুজের বুকে খোঁজে ঈশান কোন,
বিষণ্ণ রাতের শেষে অলস প্রাতের ছোঁয়ায়  
আকীর্ণ ভরে শিক্ত শিশির ধোয়া মন ।


এ ভাবেই মৌসুম পাল্টায় কালের আবর্তে
কুনো ব্যাঙ ঘুমায় স্যাঁতস্যাঁতে কোনে,  
আবার হেমন্ত আসে, শীত আসে চারিধার
আবার পাতা ঝরা দিন আসে সবুজ বনে।


আবার খুঁজি নক্সি কাঁথার উষ্ম আদর
সবার কপালে কি জোটে শীতের ঘুম,
তাইত অনেক ঠান্ডায় জলের বাষ্প ছুঁয়ে
পচা কাষ্ঠের গুঁড়য় জেগে উঠে মাশরুম।


আমার বেলায় আমি পাল্টাই বাহ্যিক
এখনও ভেতরে ঘন সবুজ থাকছে মন,
টের পাচ্ছি শিঁড়ি ভেঙ্গে উপরে উঠতে
সকলকে ছেড়ে কখন যে ঘটে অঘটন।


অজানা মৃত্যুর স্বাদ সকলকেই পেতে হয়
মৃত্যুও পাবে সে অজানা স্বাদ এক দিন,  
তার পর শুধু সকলের বেঁচে থাকা
কেবল মৃত্যুই হবে এই জীবনের অধীন।  


তাইত সবার মাঝে বাঁচতে চাই আমি
মৃত্যু হোক কাছাকাছি, মৃত্যুকে ভালোবেসে
ঋতু বৈচিত্রের মৌসুমী প্রভাব যেন আমায়
আমার মত করে জড়ায় কাছে এসে।