শিয়রে তোমার আঁচলের গন্ধ ধরে
আমি জাগি ঝিকিমিকি নক্ষত্রের রাত
ভাবি- এই বুঝি তুমি ফিরে এলে,
দেখি পাতা ঝরার শব্দে কেবল ভাসছে
সম্মুখে কুয়াসা সুর্যের অলস প্রভাত
জেগে আছে চোখ কান্নার উষ্ণ জলে।  


তুমি আসবে না এ বুকে ফিরে আর
বাসবে না ভাল জড়িয়ে রাতের চাদর
তবে কেন সেই কঠিন সত্য যাওনি রেখে,
কেন ফাগুনটুকু নিয়ে রেখে গেছ শ্রাবণ
কেন ঘৃণাটুকু নিয়ে রেখে গেছ আদর
কেন পুরাতনরা কষ্ট দেয় নতুন বৈশাখে?


আমি তবু এ হৃদয় দুয়ার খুলে রাখব
জাগব অনন্ত নিশি চাঁদ তারাদের সাথে
চাইব না তুমি ছাড়া আর অন্য সঙ্গী,
আমি বাংগালি হয়েই বাঁচতে চাই আজীবন
বাংলার সবুজ মায়ার নৈসর্গিক পথে পথে
তবু চাইব না হতে আভিজাত্যের ফিরিঙ্গী।