প্রজাপতি, তুমি এলে কেন পথ ভুলে  
ফিরে যাও তুমি থাকতে যে ফুলে ফুলে
সেই বাহারী বসন্ত বাগানে,  
যেথা নাচতে লহরী তুমি আনমনে।  
আমার প্রিয়া গেছে দূর দেশে,
জানি না কবে কখন আসবে সে।
বিরহের দিন আমার,
কাটে না যে আর,
আমার দু’চোখ বেয়ে আষঢ়ের
জল ঝরে,
তোমার রঙয়ের পাখায়
স্বপ্নরা গেছে মরে।
উড়ে এসে বসো না এই পোড়া শরীরে,
আমার মত মরতে চেয়ো না পুড়ে পুড়ে।
জানি, তুমি ছুঁয়ে গেলে জমে-  
প্রনয়ের আসর,
রঙয়ে রঙয়ে ছেয়ে যায় ফুলের বাসর।
সে ফুলে বসবে বলে যদি এই আসা,
কুড়াতে পারিনি আজও প্রিয়ার ভালবাসা!
প্রজাপতি, তুমি যাও ফিরে
বসন্ত বাতাসে ভেসে,
প্রিয়া আমার সংগীহীন যদি-
থাকে একা সেই দেশে,
বল তারে আমি তার শিক্ত ভালবাসায়
আজও বসে আছি একা আশায় আশায়।