তুমি থাকো খুনের খোঁজে
আমি থাকি নুনের,
তুমি থাকো দোষের খোঁজে
আমি থাকি গুনের।


তুমি থাকো সুরার খোঁজে
আমি থাকি পান্তার,
তুমি থাকো নেশার ঘোরে
আমি করি ভান তার।


তুমি থাকো ডিপ্লমেট পাড়ায়
আমি থাকি সাপ্লিমেন্ট,
তোমার সড়কে পেট্টোল পুড়ে
ঘামে ভিজে আমার পেন্ট।


তুমি দেখাও বৈভবের স্বভাব
আমার যায় না নিত্য অভাব,
স্বল্পতেই তুষ্ট থাকার সুখ  
প্রশ্নও কম অল্প জবাব।


তুমি খোঁজ ফেবুতে রঙ্গিন সুখ
আমি হবু বন্ধুও কারও নই,
কবিতা দেবীর চরণ ধরে আছি তবু
তোমায় নিয়ে লিখতে একটা বই।


( ২১শে বই মেলাকে উপলক্ষ্য করে)