অদ্ভূতড়ে চলন বলন ভূতের,
তার চেয়েও মানব পুতের-
এমন আচরণ,
এ কেমন তার জংলা মন?
খূঁজতে চায় ভূতের কর্ম আলামত,
না হলে ভেস্তে যাবে মানব খেলাফত।
হায়রে মালের মানব রাজস্ব,
বুঝি না কি এ ছাই ভস্ম।
ভূতের উপরও চাপছে নাকি করের বোঝা!
কিছু তার যাচ্ছে বোঝা-
বাকি নিয়ে এত সবাই করছে কেন হৈ চৈ,
কাম না থাকলে বাবা ভাজ্না গিয়ে খৈ।
তাতেও কাম দিবে কিছু,
ভ্যাট এবার ধরবে পিছু।
নিঃশ্বাস নিচ্ছ বসে বসে ট্যাক্স দিয়েছিস ব্যাটা?
জানিস কত বাংলা টাকার বাটা!
বিশ্বের সকল জনপদে,
হাঁটছে টাকা আপন পথে।
এটাই এখন টাকার স্বাধীনতা,
হোকনা বড় রাজস্বের খাতা।
চিন্তা কিসে আছে ভূতের রাজা,
আকাশ সমান রাজস্বতেও মজা,
সকল ভূতের অদ্ভূতড়ে কান্ডে,
রাজস্বর সকল টাকা- জমবে এবার ফান্ডে!