বৃষ্টি ভেজা সকাল কি জানে  
কেনো অশ্রু ভেজা ছিল গত রাত,
মেঘ আড়ালের জোস্নারা কি জানে  
বুকের মধ্যে লুকায় কেনো চাঁদ।


কেনো তুই থাকিস আড়ালেতে
আমি যতই ডাকি মেঘের ওপার,
রাতের চাঁদ ইশারাতে কেনো
তোকেই খুঁজে আমায় করে আঁধার।  


কেনো আমার সুর ছেঁড়া আজ
তোর ভাললাগার গানে ভাংগে কন্ঠ,  
বুঝি না কেনো সারাটাক্ষন
এখন তোর বিরহেই থাকি উতকন্ঠ।


বুঝিস না কেনো এ অন্তরে
কন্ঠহীন যে গান বাজে অহর্নিশি,
সে গানের কথা ও সুরে
একটি ভাষাই “তোকে ভালবাসি।“


রোদ করা দুপুর কি জানে
কেনো ক্লান্তি করা ভাবনা থাকে মনে,
আলোহারা সন্ধ্যা কি জানে
বুকে কেনো আগুন জ্বলে সন্ধ্যা আগমনে।


কেনো আমার ভাবনারা আজ
জড়িয়ে থাকে তোকে নিয়ে লতার মত,
দেখিস না কেনো তোর কার্নিশে
মাধবিলতার ফুলের সাথে আমিই ওষ্ঠাগত।


শুনতে কি পাস কান্না হাসি
তোকে নিয়ে এটাই আমার নিত্য জীবন,
তোকে ছাড়া দেহের ভেতর
মনের উঠোন শুন্যতাতে উজাড় এখন।