আজ বৃষ্টি হোচ্ছে হোক না।
তোমার পথ চেয়ে বিগত উষ্ম আবেগে পোড়া
চোখের যে জল শুখে মরে গেছে, তাকে না হয়
আজ বৃষ্টির সাথে এমন ভাবে মাখাব যেন তা
জল হোয়ে গড়ায় তোমার শুষ্ক নদী পথে এক বুক
সমুদ্র ধরতে। আর  বুঝাতে- তোমাকে কাছে
পাওয়ার স্বপ্নে বিভোর হয়েও আমার কান্না আমাকে
কত খানি উপেক্ষা করেছে আঁধারের নির্জনতাতেও।


আজ আঁধার করা মেঘ জমেছে জমুক না।
অন্ধকারে বিশ্বস্থ তোমার হাত চিবুকে চেপে ধরতে
যে হাতটা বাড়িয়ে রেখেও কত অপেক্ষার
শুন্যতায় ভরেছে আলো আঁধারির ছায়ায়। তাকে
না হয় আজ এমন ভাবে চেপে ধরব, যেন তা
আর ফসকে না যায় প্রার্থনার অভিসারে মুষ্ঠিবদ্ধ
করতে। আর বুঝাতে- কেন আঁধারের শেষ বিন্দুতেই
আলো থাকে অপেক্ষায় সোনালী দিনের আশায়।  


আজ ঘুম চেপে ধরছে চোখে ধরুক না।
তোমার বর্ণচোরা ভাবনায় নির্ঘুম কত রাত
ওপাশ হোয়ে আমাকে একাকিত্বের পিঠ দেখিয়েছে।
তাকে না হয় আজ এমন ভাবে বুকে জড়াব
যেন তা পাথর হয়ে বসে দু’চোখের স্বপ্নকে
সুখের মগ্নতায় বাঁধতে। আর দেখাতে- তোমার
ভালবাসার বুকে মুখ গুঁজে ঘুমাতে কি ভাবে
আমাকে রাতেরা পাশ কাটিয়ে গেছে দিনের পর দিন।  

আজ অলসতায় ভরেছে মন ভরুক না।
জীবন অন্বেষণের বাঁকে বাঁকে কত পথ মাড়াতে
তোমায় নিয়ে ভালবাসার গল্পরা একান্তে কাছে
আসতে চেয়েও দূরে গেছে সরে। তাকে না হয় আজ
অপেক্ষার ঠোঁটে জড়িয়ে রাখব সারাক্ষন এমন ভাবে
যেন তা না বলা অনেক গল্প হোয়ে তোমাকে ভাসায়
রংধনু মোহনায় রংগিন হতে। আর শোনাতে- না বলা
গল্পেরা কি ভাবে কবিতা থেকে গান হয়ে বেজে
বেজে গেছে অনুক্ষন।