তোমার রাত্রি জাগা প্রহরে যত কষ্টের ছাপ
মৌন অবসাদের দেয়াল জুড়ে;
বিরহী আত্মার ক্রন্দিত অনুরণন,
ভীড় জমানো বিত্ত-বৈভব যত
রিক্ত হয়েছ নিত্য বৃথা অর্পণে।
অভিপ্রায় শুধু অসার সময়ের অবসান
কিন্তু প্রতিক্ষীত লগ্ন দেয়নি তোমায় ছুঁয়ে।
এই অর্বাচীনের অপেক্ষায়,
রাত শেষে নেমেছে ব্যর্থ ভোর ;
বিন্দুসম মূল্য দিতে পারিনি কখনই
উপেক্ষিত অবসাদে অপ্রাপ্তিই সাথী সর্বদা,
সোপার্দ অনুভবটুকু লুটিয়ে পড়েছে ব্রজ-কণায়
দিতে গিয়ে নিঃস্বতার শেষটুকুও রাখোনি অবশেষ।


খুঁজেছ তব প্রতিলিপি মম আঁখিপটে;
মুক্তো-মাখা রূপখানা
শ্যামা মেঘে ঢেকেছে বারংবার।
রুদ্ধদ্বারে নীলাভ আর্তনাদ, আহত ভালোবাসার;
অরণ্য সবুজ মনের গহীনে
বাসা বাঁধার মেলেনি আশ্বাস।
আশার পথ অবরুদ্ধ আঁধারে;
নৈঃশব্দ্যে নিষ্পেষিত স্বপ্নগুলো
অভিমানী অনাদরে বিলীন।
গভীর অশ্রুর দাগ জমেছে কান্না ভেজা চোখে,
পথ চেয়ে শূন্যতায় অন্তরীণ জলাধার
শ্যেন দৃষ্টিতে তুমি আজও তীর্থের কাক।


নকল হীরার ঝলকানির খোঁজে
কাটালে সময় অবিরত,
নিশ্চয় কেউ ধারণ করেনি এতোখানি আঁধার!
যা অতলে নিবে তোমার অনাগত দিনগুলি;
হয়ত তার কেটে যাচ্ছে ভালোই
তুমি কেন কষ্টে রবে, ক্ষণিকের এ পৃথিবীতে?
যা কিছু হারানোর সে হারিয়েছে।
যে অঝর শ্রাবণ ঝরেছে অরণ্য রোদনে
বৃথা ব্যয়ে তারে কর না দীর্ঘ আর;
পাড়ি দিতে হবে দূরের পথ।
গতিময় জীবনে ভুল হবেই
নইলে চিনবে কি করে অচেনারে?
আবার নতুন সূর্য আনবে নতুন ভোর;
তিমির বিভাবরী রবে না দীর্ঘক্ষণ
আলো আসবেই, সময়ের আবর্তনে
নতুন স্বপ্নে আবারও পথচলার শুরু হোক।


নিয়তি-চক্রে বেড়েছে ব্যবধান
বাকরুদ্ধ দুর্বিপাকে,
সব ধ্বনি এখন দ্যোতনাহীন
ছন্দ নেই শুধু আলোড়ন নিরন্তর।
নিরুপায় দু'টি চোখে জল ছল ছল;
অবশ অনুভূতির দীর্ঘশ্বাস;
তোমার কানে পৌঁছাবে না জানি,
হৃদয়ের দগ্ধ প্রাচীরের কাজলে
তোমাকে সাজানোই এখন সবটুকু সুখ।


১০ ডিসেম্বর,২০১৬