দু'চোখে নামলে আঁধার
সকল বাঁধার
আঘাত হানা রুদ্ধ দ্বারে,
কি দ্বিধায় লুকাও মনে
সঙ্গোপনে
স্বপ্ন সবই তার আধারে?
সে আঁধার স্বপ্নে আনে
নতুন প্রাণে
অচীন পাখির অচীন ধারা,
ও পাখি পোষ না মানা,
ভাসায় ডানা
সুদূর পানে বাঁধন হারা।
ও পাখির ডানায় ভেসে
কোন সে দেশে
স্বপ্নলোকে বেড়াও তুমি,
কি আশার মিথ্যে আশায়
তার ভরসায়
কার সুরে মন জড়াও তুমি?
ও পাখি গান করে না
প্রাণ ভরে না
তার যেন আজ কন্ঠ খালি,
তবু তার সুরের তরে
অমন করে
অর্ঘ্যে তোমার সাজাও ডালি?
ও পাখির বিষাদ ভারী
দুঃখ তারই
লুকায় তোমার দুঃখের ছায়ায়,
সে দুঃখের স্বপ্নচারী
ঝরাও বারি
ভাসাও তরী কোন দড়িয়ায়?
ও পাখি পালক ঝরায়
আকুল ধরায়
সেই পালকের পরশ মনি -
তবে কি আনবে ডেকে
স্বপ্ন থেকে
সুপ্ত সুখের উৎসরণী?
সে সুখে সিক্ত হবে,
আবার তবে
হাসবে রবি নতুন বেলায়,
ও পাখি গাইবে যে গান
ভরাবে প্রাণ
নতুন ভোরের ফাগুন খেলায়।
সে ভোরে আসবে ফিরে
নতুন করে
মেঘসায়রী রঙের ফেরী,
আঁধারের দুঃখ চিরে
নৃত্যে ঘিরে
ভাসবে তোমার প্রমোদ তরী।



[রচনাকালঃ ৭ নভেম্বর ২০০৬ ইং]