এক দেশে এক রাজা ছিল, বলতো সবাই পাগল রাজা,
নিত্য রাজার খ্যামটা নাচে জীবন সবার ভাজা ভাজা।
রাজা ছাড়াও রাজ্যে কিছু প্রজাও সদাই খ্যামটা নাচে,
সুযোগ পেলেই নিয়ম ভাঙ্গার আগুন জ্বালায় গুমোট আঁচে।
রাজা পাগল, রাজ্য জুড়ে পাগলামি সব নিয়ম তারই,
আগুন জ্বালাও, আগুন জ্বালাও! মানি না এই খবরদারী!
রাজ্য জুড়ে আপন সুরে যে যার মতো সবাই রাজা,
এবার দেখি পাগলা কোথায়, নিয়ম ভাঙ্গার কে দেয় সাজা?
রাজাও নেই রাজার সাথে নেই কোন আর নিয়ম ধারা,
হা হা হা হা পাগল রাজার রাজ্য এবার মুণ্ডুছাড়া!



(রচনাকাল: ২৯ এপ্রিল ২০১৭ ইং)