অনেক কিছু বলার ছিলো
বলবো বলে ভাবি,
মনের মাঝে আক্ষেপ আর
অনেক রকম দাবি।
চোখ খুলে যা দেখি তাতে
পাই না খুঁজে আশা,
ডানে-বামে চতুর্দিকে
কেবলই দুর্দশা।
দেশে, কিংবা বিশ্ব জুড়েই
চলছে আহাজারি,
কেউ শুধু মার খায়, আর কেউ
চালায় খবরদারি।
নীতির কথা বললে পরেই
বেকুব সবাই বলে,
নীতিতে নয়, বিশ্ব যে আজ
জোরের উপর চলে।
জোর আছে যার জবরদখল
করছে তারাই সুখে,
তাদের থাবায় দুর্বলেরা
মরছে ধুকে ধুকে।
তাই না দেখে কেউ খুশিতে
বগল বাজাই নেচে,
কেউবা চলি দুঃখ চেপে
বিবেকখানা বেচে।
প্রতিবাদের দু'টি কথাও
বলতে গেলে বাধে,
কে জানে কোন বেফাঁস কথায়
আটকাবো কোন ফাঁদে?
কেউ চলি তাই দু'ঠোট চেপে
দু'চোখ বুঁজে রেখে,
কেউ পারি না সইতে যে আর
এসব দেখে দেখে।
মুখ ফুটে তাই বের হয়ে যায়
প্রতিবাদের ভাষা,
অস্ত্রছাড়া মর্ম জ্বালায়
কলমখানাই আশা।


[রচনাকালঃ ২২ জুলাই ২০১৪ ইং]
উৎসর্গঃ ফিলিস্তিনসহ বিশ্বজুড়ে অত্যাচারিত সকল নারী ও শিশু, যাদের বিনাবিচারে নির্মমভাবে হত্যা করা হয়েছে যুগে যুগে।