কখনো এই দুঃশাসনও
আঁধার মাঝে হয় হারাবে,
অহংকারের দর্প চূড়ে
অনুরাগের হাত বাড়াবে।
হয়তো তখন যুদ্ধ ভুলে
সুরের নেশায় উঠবো মেতে,
মুক্ত ঝরা বারির ধারায়
সিক্ত হবো দু'হাত পেতে।
তখন তোমায় খুঁজবো দেখো
নতুন তালের নাচের ঘরে,
নতুনভাবে দেখবো তোমায়
ভালবাসায় দু'চোখ ভরে।



রচনাকালঃ ২১ ফেব্রুয়ারী ২০০৬ ইং