জীবন নামের অথৈ সাগরে
ভেসে যায় মোর ভেলা,
সময় স্রোতের টানে ছুটে চলি
অজানায় সারা বেলা।
পাল তুলে হাতে হাল ধরি জোরে,
বুক কাঁপে থরোথরো,
বেলা শেষ তবু জানি না কূলের
কতো পথ বাকী আরও।
যতদূর দেখি জলরাশি শুধু
ঢেউ খেলে চারিধারে,
ছলোছলো তার সুর যেন আরও
বাড়ায় নীরবতারে।
একেলা ভেলায় ভেসে খুঁজে ফিরি
স্বপ্নের কূলরেখা,
জানি না কোথায় চলা শেষ হবে
ঠিকানার পাবো দেখা।



[রচনাকালঃ ২৩ নভেম্বর ২০০৫ ইং]