বিষাদের বাঁধ ভেঙে অঝোর ধারায়
আনমনে থেকে থেকে
মেঘের আড়ালে ঢেকে
গুমরে আকাশ কাঁদে এই বরষায়।
ঐ বুঝি শোনা যায় হাহাকার তার,
থমথমে গুরু ধ্বনি
ক্ষণে ক্ষণে তাই শুনি,
সাথে তার ঝরঝর ঝরে পারাবার।


প্রকৃতি মেতেছে বুঝি হেঁয়ালি খেলায়,
নূপুরের সুরে সুরে
দূর থেকে আরও দূরে
ভেসে যায় সুর তার বেলা-অবেলায়।
সূর্যের আলোরেখা অবাক মায়ায়
মেঘেদের ফাঁকে ফাঁকে
ক্ষণিকের হাসি আঁকে,
পরক্ষণে ঢাকে সবই আঁধার ছায়ায়!


বরষার ঘনঘোরে ভিজে এই মন
সকরুণ মেঘ দেখে
নিজেও বিষাদ মেখে
গেঁথে যায় স্মৃতিদের অলস কথন।
বিষণ্ণ প্রকৃতি ও বিরহী হৃদয়
দুই ক্ষরণের জলে
বিশুদ্ধ হবে বলে
ধুয়ে চলে জমে থাকা ধুলোর বলয়।


(রচনাকাল: ৩০ জুন ২০১৭ ইং)