ছেঁড়া তানপুরা অবহেলে থাকে
ধুলোয় ধূসর ঢাকা,
ভাবিনি কতো যে সুর তার আজও
সে ধুলোয় ঢেকে রাখা।
ভোরের যে পাখি থামায় কাকলী
দিবসের আগমনে,
ভাবিনি সে পাখি নতুন প্রভাতও
আবার মাতাবে গানে।
যে ফুল সুবাসে মন কেড়ে নেয়
তাও দেখি ঝরে পড়ে,
ভাবিনি কখনো তার শোভা মনে
থেকে যায় চিরতরে।
ধরণী আলোয় ভাসায় যে রবি
আঁধারে হারাই তাকে,
ভাবিনি কখনো চাঁদের হাসি যে
আঁধারেই ছবি আঁকে।
দেখেছি সে সবই দৃষ্টি ভরে যে
দিয়েছে ধরা যা কাছে,
দেখিনি তারও যে কতো রূপ আরও
আড়ালে লুকিয়ে আছে।
দু'চোখে খুঁজেছি রূপ চারিধারে,
খুঁজিনি দু'চোখ বুঁজে,
আজ যেন তাই দু'চোখ বুঁজেই
চলি সে রূপের খোঁজে।



[রচনাকালঃ ৯ জানুয়ারী ২০০৮ ইং]