কোনো একদিন
               ভালবাসতাম,
কোনো একদিন ভোরে  ------
                        শিউলি তুলতে ছুটে যেতাম
             হাতের মুঠো ভরে !


কোনো একদিন বৃষ্টি হলেই
                           নদীর ধরে যেতাম
কোনও মাঝির নদীর গানে
            জলকে ভিজে যেতাম !
ঢেউয়ের সারি মেপে তুলতাম
            অন্ধ দুয়ার ছুঁয়ে ।


আবেগ ছিল, আবেশ ছিল
             বুকের উঠোন জুড়ে ,
শুধু ছিল না কেউ ঘর বাঁধবার
              কখনও  পথ ভুলে ।


(হয়ত তাই)
               কোনও  একদিন
                                খুলেই দিলাম
                        বন্ধ আগল ঠেলে ,
শুধু যন্ত্রনাগুলো নিলাম গেল
                     পিছুটানগুলো ছিঁড়ে ,
      কোনও  একদিন -----------
                                 ভোরে  !