আমার ঠিকানা এখন অনাথ আশ্রম
  করতে হয় এখানেও প্রচুর শ্রম
পদে পদে হতে হয় অপমান চরম
তাই যে আছি দুঃখে রেখো না এ ভ্রম।


কাজের ফাঁকে বসে বসে, একা আমি ভাবি
কোন দোষে বিধাতা মোরে করিল অভাগী
মায়ের হাত ভেবে নিজের,হাতে মাথা রাখি
কান্না পেলে বলো কার কোলে মুখ ঢাকি  ?


ছোটো শিশু ঘোরে দেখি বাবার হাত ধরে
আমার যে কেউ নেই যাব কার ঘরে  !
বাবা আমায় দিয়েছে ভাবি নিজে কিছু কিনে
বাবার ও কি কষ্ট হত এসব কথা শুনে  ?


এবার জানাই বন্ধু তোমায় আসল ঘটনা
নইকো আমি অনাথ শিশু আছে রটনা-
শুনেছি আমার বাবা নাকি ব্যক্তি নামজাদা
মা ও নাকি বড় কোনো এনজিও প্রতিষ্ঠাতা।


তবে বলো কেমনে আমি এসেছি এই স্থানে
কে-ই বা এখানে আমায় ফেলে গেল গোপনে
নিজেদের কাম মেটাতে জন্মিল এক নিষ্পাপ কন্যে
জন্মের প্রথম শিক্ষা কেউ নয় কারো জন্যে !