নিয়মের বেড়াজালে
ভেঙে গেছে খেলাঘর
দোল মাটি ঘোল করে
বুঝি কে আপণ পর।
মধু রাতে নেই চাঁদ
তবু কেন ছোঁয় কাঁধ
ছলনার দায়ভারে
সঙ্গমে কাটে রাত ।


পিরিতির জেলখানা
সংযমে বোনা হায়
জ্বলে সেথা মোমবাতি
নগ্নতা রাত চায় ।
চিলেকোঠার আড়কাঠে
চুমু আঁকে ঊষা রোদ
পরকীয়া তনু বলে
হল সব শোধ-বোধ ।