ভালো ফল করে পাশ করেছি স্নাতক স্তরে
তবে আমার মত ছেলে তো প্রায় প্রতিটি ঘরে ।
মোটামুটি সবাই আমরা একই পথের পথিক
রোজকার করতে চাই একে অন্যের অধিক-
সরকারি চাকরি পেতে হলে করতে হবে কষ্ট
বাবা আর পড়াবেনা জানিয়ছে স্পষ্ট
মায়ের মতে, "তোর জন্য হয়েছে মেলাই খরচা
এখনও কি করে গিলিস্ বসে করে নাকি লজ্জা? "
এদের কেমনে বোঝাই বি এ পাশ এ আর জোটে না চাকরি
ভালো কাজ পেতে পড়তে হবে আরও হাবড়ি-জাবড়ি।
বেশির ভাগ যুবক ই এখন বেকার সমস্যায় ভুগছে
পেটের দায়ে শিক্ষিত কত অস্ত্র হাতে ধরেছে।
যদিও কোনো সোর্সে পাওয়া যায় কাজের সন্ধান
শর্ত থাকে প্রথম মাহিনা করতে হবে দান।
এভাবেই কত মেধাবী ছেলে গেছে যে তলিয়ে
ভালো মন্দের হিসাব এখন যাচ্ছে সবই গুলিয়ে।