আমার মনে প্রশ্ন অনেক
জমছে যে রাশ রাশ
কেউ পারে না উত্তর দিতে
ওরা খায় কি সবাই ঘাস
জানতে গেলে চেঁচিয়ে বলে
তুই ঠিক কি জানতে চাস!


কাউকে বলি বলো দেখি
কে তৈরি করছে ঢেঁকি
এটাও জানো না ওমা,সেকি!
তবে কি পড়াশোনা শুধুই মেকি?


কখনও প্রশ্ন করি সুযোগ পেলে
গুণে ক'গাল ভাত খেলে
গল্পে যে তখন গিয়েছ হেলে
গুণতে যে তাই গেছ ভুলে।


উফ! নষ্ট করার নেই তো সময়
বুদ্ধি শুধু হচ্ছে যে খয়
বড়রা কেউ বড় যে নয়
পড়াতে হবে বর্ণ পরিচয়
বোঝাতে হবে দুই তিনে ছয়
আমরাই পৃথিবী করব যে জয়।।