মহামান্য এডমিন সহ এই আসরের গণ্যমান্য কবিগণের কাছে আমার অনুরোধ যদি ব্যাপারটা নিয়ে একটু হলেও ভেবে দেখেন।আমি প্রায় এক মাসের কাছাকাছি এই আসরে এসেছি মানে একেবারেই নতুন সদস্য । কিন্তু এই কদিনে এটুকু বুঝেছি যে অনেকেই আছেন যারা তাদের লেখায় গঠন মূলক সমালোচনা বা মন্তব্য পছন্দ করেন না মানে মোটের ওপর ভালো লাগলে সুখকর মন্তব্য দিন কিন্তু খুঁত বের করার চেষ্টা করবেন না । তাই যাঁরা গঠন মূলক মন্তব্য দিতে পারে তাঁরা ও এখন আর ও রাস্তায় হাঁটতে চান না। কিন্তু আমি বলতে চাই যে সবাই তো একরকম না। তাই আমার মত যারা এখানে কিছু  শিখতে চায় তাদের কি হবে?  নিজের লেখার মান কেমন সেটা বুঝব কি করে? কারণ অনেক খেত্রে যারা সুখকর মন্তব্য প্রদান করে থাকে তারা নিজের লেখায় মন্তব্য বাড়ানোর জন্য করে থাকে । যে মন্তব্যে ধন্যবাদ ছাড়া আর কিছু বলার থাকে না । লেখা টা যে যার গভীরতা চিন্তার ফসল  সেখানে হাত দেওয়া যাবে না হয়ত কিন্তু আপনাদের যৌথ সহোযোগীতায় লেখার মান বাড়ানো নিশ্চয় সম্ভব হবে ।


আশা রাখছি মতামত দিয়ে সাহায্য করবেন।