ভগবান, ও ভগবান!
বুঝি তোমার কাছে মা নেই বলে
আমার মাকে কেড়ে নিলে!
হেথা আমায় একলা ফেলে
শুধুই মাকে নিয়ে গেলে!


ভগবান, জানো ভগবান!
শুনেছিলাম, মায়ের নাকি মস্ত অসুখ
তাই নাকি তার নেই কোনো সুখ!
তবু আদর করত সবসময়, ধরত আমার মুখ
এখন আমার দিনরাত্রি কেঁদেই ভাসে বুক।


ভগবান ও ভগবান!
আবার বুঝি শুরু করেছ নতুন কোনো খেলা
নিয়ম করে বাবা আমায় পেটায় যে দুইবেলা।
ছোটমা কাল ভাইকে নিয়ে ঘুরে এসেছে মেলা,
সবাই শুধু আমায় নিয়ে করছে হেলাফেলা।


ভগবান পচা ভগবান!
রাতে আমার মায়ের কোলে ঘুমিয়ে পড়ো বুঝি?
আমি রাতে ভয়ের সাথে একা একাই যুঝি
ঘুমের ঘোরে কখনও বা হাতটা বাবার খুঁজি-
অন্য কাউকে মা বলতে যে হয়না আমার রুচি!!