মধ্য দিনের সূর্য আমার মাথার ওপর
রাত বিরেতে খুলছি আমি নিজের কবর।
স্নানের ঘরে আলগা করি চুলের বাঁধন
কেউ বাসেনা ভালো মাগো তোমার মতন।
হারিয়ে গেলে কোথায় মাগো তারার ভিড়ে
হঠাৎ জীবন বদলে গেল ভাসছি আঁখি নীরে।
বাড়িয়েছি হাত কালো গোলাপ পাবার আশায়
না পেয়ে রোজ ডুবছি আরো গভীর নেশায়।
মনে পড়ে রোজ তোমার সাথে একই পাতে খাওয়া
হেথা হোথা সবখানেতে তোমার সাথে যাওয়া।
আজকে মাগো কার পরে আর করব অভিমান-
না খেলে কে আদর করে এসে ভাঙাবে মান?
স্মৃতির খোলস ফেললে খুলে মন কি বেঁচে থাকে
পুরোনো দিনের প্রতি প্রহর যত্নে গুছিয়ে রাখে!
সব থেকেও বিষম বেজায় আজকে আমার জীবন
খুঁজে ফিরি কি নিজেও জানিনা প্রতিপল-প্রতিখণ
এমন কিছু রেখে যেতে চাই ধরার এই বুকে-
যা জীবন শেষেও পারবে না কেউ উড়িয়ে দিতে ফুঁকে।
জীবনের ঠিক ডেফিনেশন তো পাইনি এখনো খুঁজে
ব্যর্থ জীবন এগিয়ে চলছে প্রতি সেকেণ্ড মুখ বুজে।।