নীলাকাশ আজ লাগে কালো
আবছা ঘোলাটে ধোঁয়ায়।
গাঙচিল আর শকুনি নির্দল প্রার্থী
উচ্ছিষ্ট খাবার কুড়ায়,
ফুটপাতে যে ন্যাংটো বাচ্ছাগুলো শুয়ে
ওরা পৃথিবীতে আশে কি আশায়?
সাদা শার্ট আর ব্লু  জিন্সে ব্যক্তিত্ব ঝরে যে লোকটার
সবার অলখ্যে কি কেউ তাকেও কাঁদায়!
জুঁই ফুলের মাদকতায় কার নেশাতুর চোখ
তরতাজা কিশোরী খুঁজে বেড়ায়।
গৌরবময় সমাজকে কুলষিত করছে যে সমকামী
সে ও মুক্তি খুঁজে নিচ্ছে আত্মহত্যায়
নারী পুরুষ চিনতে না পেরে যাদের মাসী বলে ডাকি
দেখছি তাদের ও নানান অবস্থায়।
মান হুঁশ বিহীন শ্রমিকদের নেই অধিকার
তাদের প্রাণটাও মিলছে সস্তায়!
আজকের মানুষ জর্জরিত, নেশায় পঙ্গু
আগামী প্রজন্ম ও কি বাঁচবে শঙ্কায়???